ফাতেহা-ই-ইয়াজদাহম ৪ অক্টোবর

1 hour ago 2

দেশের আকাশে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। এই হিসাবে আগামী ৪ অক্টোবর (শনিবার) ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ১৪৪৭ হিজরির ২৯ রবিউল আওয়াল, ১৪৩২ বঙ্গাব্দের ৮ আশ্বিন ও ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৪ সেপ্টেম্বর থেকে আরবি নতুন মাস গণনা শুরু হবে। আর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালন হবে আগামী ৪ অক্টোবর।

প্রসঙ্গত, ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝায়। এটি আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে পালন করা হয়। হিজরি ৫৬১ সনের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

ইরানের জিলান নগরীতে জন্ম নেওয়া হজরত আব্দুল কাদির বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন।

Read Entire Article