ইরান-ইসরায়েল ইস্যুতে মের্জ ও এরদোয়ানের ফোনালাপ
ইরান ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (২০ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত নিয়ে আলোচনা করেছেন।
মুখপাত্রের মতে, দুই নেতা এই অঞ্চলে আরও উত্তেজনা রোধে তাদের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।