ইরানকে ‘এখনই’ চুক্তি করতে বললেন ট্রাম্প, নাহলে ‘আরও বড় হামলা’র হুমকি

2 months ago 82

ইরানে ইসরায়েলের ব্যাপক হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন এবং পারমাণবিক কার্যক্রম নিয়ে অবিলম্বে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

আগামী রোববার (১৫ জুন) ষষ্ঠ দফা আলোচনায় যাওয়ার কথা থাকলেও ট্রাম্প বলেছেন, আমি তাদের একের পর এক সুযোগ দিয়েছি। বলেছি—‘চুক্তিটা করো।’ কিন্তু যতবারই কাছাকাছি গেছে, কোনোভাবে তা শেষ পর্যন্ত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, এর মধ্যেই অনেক মৃত্যু ও ধ্বংস হয়েছে। কিন্তু এখনো সময় আছে এই হত্যাযজ্ঞ থামানোর। পরবর্তী হামলা আরও বেশি ভয়ংকর হতে যাচ্ছে।

তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে এখনই চুক্তি করতে হবে, নাহলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। একসময়ের ইরানি সাম্রাজ্য যেটা ছিল, তা রক্ষার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়—এখনই সময়, খুব দেরি হয়ে যাওয়ার আগে।

এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে তিনি আগে থেকেই জানতেন, তবে তিনি জোর দিয়ে বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবে জড়িত ছিল না।

সূত্র: বিবিসি
কেএএ/

Read Entire Article