ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া

2 months ago 8

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে মধ্যপ্রাচ্যে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেন, এই হামলা আঞ্চলিক সংঘাতকে আরও ঘনীভূত করে তুলছে এবং পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এমনিতেই অস্থির একটি অঞ্চলে এই হামলা নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি।’

তিনি আরও বলেন, ‘এই সংঘাত এখন এমন একপর্যায়ে পৌঁছাতে পারে, যেখান থেকে ফেরার পথ খুবই কঠিন হবে। এর পরিণতিতে অসংখ্য বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে পড়বে, গোটা অঞ্চল বিপর্যস্ত হবে এবং বৈশ্বিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

গুতেরেস সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি জাতিসংঘের সদস্য দেশগুলোকে সংস্থার সনদ এবং আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এখনই উত্তেজনা হ্রাসে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’
 

Read Entire Article