ইরানে হামলার পর ট্রাম্পের সহযোগী বললেন, ‘খেলা শুরু’

2 months ago 6
ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানের উত্তর-পূর্বদিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ‍ শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এ তথ্য জানিয়েছে। ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন বিমান দিয়ে এই হামলা চালিয়েছে। এদিকে হামলার পর হকিশ রিপাবলিকান আইনপ্রণেতা ও ট্রাম্পের সহযোগী লিন্ডসে গ্রাহাম ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, ‘খেলা শুরু। ইসরায়েলের জন্য প্রার্থনা করুন।’ ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে। তবে ইসরায়েলি হামলার ফলে বিমানবন্দরটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে।
Read Entire Article