ইরানে হামলার বিষয়ে আগেই জানতেন ট্রাম্প

2 months ago 6

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলা হতে যাচ্ছে তা তিনি আগে থেকেই জানতেন। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান পারমাণবিক বোমা বানাতে পারবে না।’

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চাইছে ইরানের সঙ্গে আবার আলোচনায় বসতে ও সমাধান খুঁজে পেতে।’

তিনি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন চাইছে না সংঘাত আরও বাড়ুক, কিন্তু যদি ইরান পাল্টা হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শুক্রবার রাতে ইসরায়েল নাতান্‌জ পারমাণবিক কেন্দ্রসহ প্রায় ১০০টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালায়। এ হামলায় ইরানের বিপ্লবী গার্ডের নেতা হোসেন সালামি ও সেনাপ্রধান মোহাম্মাদ বাঘেরি নিহত হন বলেও খবর এসেছে।

ইরান এ হামলাকে অপরাধ ও অপরাধীর কাজ বলে উল্লেখ করে বলেছে যে এর উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে। অপরদিকে আন্তর্জাতিক মহল চাইছে দুপক্ষই সংযম প্রদর্শন করুক ও সমাধানে আলোচনায় বসুক।

ব্রিটেন কী বলেছে

ব্রিটেন বলেছে, তারা ইরানে হামলার পর সম্ভাব্য পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার পদক্ষেপ নেবে না। অক্টোবরে অপর এক হামলায় ব্রিটেন জেট বিমান ও সেনা মোতায়েন করলেও এবার তারা নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উভয়পক্ষকে সংযম ও আলোচনায় বসার অনুরোধ করেছিলেন।

পাকিস্তান ও আন্তর্জাতিক মহলের নিন্দা

পাকিস্তান এ হামলাকে অগ্রহণযোগ্য ও অপরাধ বলে নিন্দা জানিয়েছে। পাকিস্তান বলেছে, এটি জাতিসংঘ সনদ লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন অমান্য করার সামিল।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান সবাইকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ সমাধানে অগ্রসর হতে অনুরোধ করেছে।
ওমান বলেছে যে এই হামলা ‘বিপজ্জনক ও অগ্রহণযোগ্য’। ওমান আন্তর্জাতিক মহলকে অনুরোধ করেছে যে তারা এই সংঘাত থামাতে পদক্ষেপ নিক।

Read Entire Article