ইরানের একাধিক যুদ্ধবিমানে হামলার দাবি ইসরায়েলের

2 months ago 7
ইরানের যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, ইরানের একাধিক যুদ্ধবিমানে হামলা চালানো হয়েছে।  শনিবার ( ২১ জুন) জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তিনটি এফ-১৪ যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইরানের কেন্দ্রীয় অঞ্চলের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের তিনটি এফ-১৪ যুদ্ধবিমান এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। তবে ইরানের পক্ষ থেকে এই হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
Read Entire Article