শরীয়তপুরে যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার

7 hours ago 5
শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুরাশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাৎ হোসেন লিটন যুবলীগের রাজনীতির পাশাপাশি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, লিটনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চললেও তিনি কৌশলে আত্মগোপনে ছিলেন। একাধিকবার অভিযান চালিয়েও পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়। তিনি আরও বলেন, অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুরাশী এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। ওই সময় শাহাদাৎ হোসেন লিটনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Read Entire Article