ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

2 months ago 5

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, যে অভিযোগে ইরানে আগ্রাসন চালানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার (২৩ জুন) রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকের শুরুতেই এসব কথা বলেন পুতিন।

অন্যদিকে, বৈঠকের শুরুতে আরাঘচি পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় তিনি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান। আরাঘচি বলেন, ‘ইতিহাসের সঠিক পক্ষে’ রয়েছে রাশিয়া।

বৈঠক শুরুর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, সপ্তাহজুড়ে ইরানের উপর ‘মার্কিন’ হামলার নিন্দা জানায় রাশিয়া। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা অবশ্যই, এর নিন্দা জানাই ও এ বিষয়ে আমাদের গভীর দুঃখ প্রকাশ করছি।

রাশিয়া কী করতে প্রস্তুত জানতে চাইলে পেসকভ বলেন, মস্কো মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা রাখছে। তবে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ‘ইরানের কী প্রয়োজন তার ওপর’।

সূত্র: আল জাজিরা, এএফপি

এসএএইচ

Read Entire Article