ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে সাইবার হামলা
ইরান-ইসরায়েল তীব্র উত্তেজনার মধ্যে এবার ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সেপাহ ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনায় ব্যাংকটির অনলাইন সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইরানের একাধিক সংবাদ সংস্থা।
সংবাদমাধ্যম আলআরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে তারা অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করতে পারবে।
অন্যদিকে, এ সাইবার হামলার দায় স্বীকার করেছে ‘গোনজেশকে দারান্দে’ নামের একটি হ্যাকার গ্রুপ। গ্রুপটি দাবি করেছে, তারা ব্যাংকের সh তথ্য নষ্ট করে দিয়েছে।
শুক্রবার ইরানে ইসরায়েল হামলা করলে তার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর থেকে দফায় দফায় চলছে হামলা-পাল্টাহামলা। এরই মধ্যে এ সাইবার হামলার ঘটনা ঘটল।
ইরান ধারণা করছে হ্যাকার গ্রুপটির সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে।