ইরানের সঙ্গে যুদ্ধে প্রতি রাতে কত খরচ হচ্ছে ইসরায়েলের

2 months ago 7

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে ইসরায়েল। প্রতি রাতে ইসরায়েলের প্রায় ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায়। ইরানে হামলা করার পর প্রথম ৪৮ ঘণ্টাতেই খরচ হয়েছে প্রায় দেড় শ কোটি ডলার।

সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে।

ইসরায়েলের সংবাদমাধ্যম ‘দ্য মার্কার’-এর তথ্য অনুযায়ী, ইরানের হামলা ঠেকাতে প্রতিরাতেই দেশটি ব্যয় করছে ২৮ কোটি ৫০ লাখ ডলার। শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে দেশটিকে।

আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার, যা দিনে দিনে চরম ব্যয়বহুল করে তুলছে এই যুদ্ধ।

এদিকে টানা ছয় দিন ধরে ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোমসহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষাব্যবস্থা। জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইলের মজুত ফুরিয়ে আসছে ইসরায়েলের। 

বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রেয়েম আমিনাখ জানান, এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে ৭২ কোটি ৫০ লাখ ডলার। মাত্র ৪৮ ঘণ্টার লড়াইয়ে ইসরাইলের খরচ হয়েছে প্রায় দেড় শ কোটি ডলার; যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষায় আর বাকিটা হামলায়।

প্রতিটি রকেট, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি যেমন আয়রন ডোম, ডেভিডস স্লিং সবকিছুই ব্যয়বহুল বলে জানানো হয়।

অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেটকাঠামো। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের ওপর চাপ বাড়াবে। বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা।

Read Entire Article