ইরানের হামলার মধ্যেও গাজায় আরও ৪৫ জনকে হত্যা করলো ইসরায়েল

3 months ago 8

গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে ৪৫ জন নিহত হয়েছেন। বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণকেন্দ্রের কাছে এই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ব্যাপক হতাহতের পর স্থানীয় হাসপাতালে এখন উপচেপড়া ভিড় তৈরি হয়েছে।

আরও পড়ুন>> ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গাজাবাসীর বেদনা কি এবার বুঝবে ইসরায়েলিরা?

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা গুলি চালায় ও গোলা বর্ষণ করে। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন খাবার সংগ্রহের জন্য।

আহত অনেককে নাসের হাসপাতালে ফ্লোরেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ২৬ হাজারের বেশি। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার মানুষ, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হয়।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

Read Entire Article