ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ৪৩৮০০ ফিলিস্তিনি নিহত

2 months ago 37

গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছেই। অবরুদ্ধ এই উপত্যকার উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একদিনে নতুন করে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১২০ জন। খবর আল জাজিরার।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকেই গাজায় সংঘাত চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে সেখানে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। এছাড়া প্রায় দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

এরপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ৭৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩ হাজার ৬০১ জন।

এদিকে সাম্প্রতিক সময়ে গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি হামলায় সেখানে থাকা অন্তত ১২ জন প্যারামেডিকস নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা যেন স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮২ জন।

ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন লেবাননে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন আরও ১৪ হাজার ৫৯৯ জন।

টিটিএন

Read Entire Article