ইসরায়েলে ৩৪০ মিসাইল-ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ

3 hours ago 4

ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, তেল আবিবে হিজবুল্লাহ ৩৪০টি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এতে ১১ জন আহত হয়েছে। এছাড়া বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। খবর আল জাজিরার।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। ফলে জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল যে, তারা দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে আক্রমণ শুরু করেছে। তেল আবিবের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিবসহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তেল আবিবের নিকটবর্তী পেতাহ টিকভা এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বেশ কিছু গাড়ি পুড়ে গেছে। এছাড়া নিকটবর্তী রিনাট্যাতেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে রোববার (২৪ নভেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে নিহত হয়েছে আরও কমপক্ষে ১৪ জন।

সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের ড্যান, শ্যারোন এবং মেনাশে অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তবে এসব প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়।

গাজায় সংঘাত শুরুর পর থেকে লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৭৫৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ হাজার ৬২৬ জন।

টিটিএন

Read Entire Article