ইসরায়েলের কাছে নতি স্বীকার করল সিরিয়া

2 hours ago 3
ইসরায়েলের কাছে নতি স্বীকার করে সিরিয়ার বাহিনী দক্ষিণ সীমান্তের কাছে ড্রুজ এলাকায় মোতায়েনরত ভারী অস্ত্র প্রত্যাহার করে নিয়েছে। দেশটির কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, সিরিয়া ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের দক্ষিণ থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। সিরিয়া বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা সমঝোতা করতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে আলোচনা হচ্ছে।  ইসরায়েল দাবি করে আসছে, দেশের দক্ষিণে ইসরায়েল সীমান্তের কাছাকাছি এলাকা অসামরিকীকরণ করতে হবে। এ নিয়ে বাদানুবাদে দামেস্কেও বোমা হামলা করে তেলআবিব। এ ছাড়া ড্রুজ এলাকায় অভ্যন্তরীণ সংঘাত উসকে দেওয়ার ঘটনাও ঘটে। চতুর্মুখী বিপদে সঙ্গীহীন হয়ে পড়ে সিরিয়া। শেষমেশ ইসরায়েলের দাবিই পূরণ হচ্ছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সুয়েইদা থেকে সিরিয়ার ট্যাংক সরিয়ে নেওয়ার ছবি প্রকাশ করে এএফপি। কোনো কর্মকর্তা প্রকাশ্যে মুখ না খুললেও ছবিটি ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার সত্যতা নির্দেশ করে।  ইসরায়েলি হস্তক্ষেপের ফলে দক্ষিণে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র এবং জর্ডান-সমর্থিত রোডম্যাপের অংশ ছিল এই অস্ত্র প্রত্যাহার। একজন সিরিয়ার সামরিক কর্মকর্তা এএফপিকে জানান, ওই এলাকা থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। সিরিয়ার বাহিনী দক্ষিণ সিরিয়া থেকে তাদের ভারী অস্ত্র প্রত্যাহার করেছে। সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আরও জানান, সহিংসতার পর প্রায় দুই মাস আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। দামেস্কের একজন কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রত্যাহার দেশের দক্ষিণে রাজধানীর বাইরে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) পর্যন্ত বিস্তৃত ছিল। নেতানিয়াহু আগস্টে বলেছিলেন, তার দেশ দক্ষিণ সিরিয়ায় একটি অসামরিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য আলোচনায় নিযুক্ত রয়েছে। ড্রুজ অঞ্চলে এবং সীমান্তের কাছাকাছি সিরিয়ার সামরিক বাহিনীর তৎপরতা তিনি মেনে নেবেন না। 
Read Entire Article