মেসি ম্যাজিকে মায়ামির প্রত্যাবর্তন

4 hours ago 4

আগের দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। জয়ের দেখা পায়নি তার দল ইন্টার মায়ামিও। বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে মেসির অনবদ্য পারফরম্যান্সের দিন জয়ের দেখা পেয়েছে মায়ামি। সাউন্ডার্সকে হারিয়েছে ৩-১ গোলে। এদিন গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেন মেসি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১২ মিনিটে স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে গোল বানিয়ে দেন মেসি। এরপর ৪১ মিনিটে সেই আলবার পাস থেকে নিজেও গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর ৫২ মিনিটে আমেরিকান ইয়ান ফ্রে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস সাউন্ডার্সের হয়ে একটি গোল শোধ করেন।

এ নিয়ে মেজর লিগ সকারে চলতি মৌসুমে ২১ ম্যাচে ২০টি গোল করেছেন মেসি। লিগটির ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে তিনি ২০ গোল করেছেন। এ ছাড়া ২০২৫ সালের এখন পর্যন্ত ৪০ গোলে অবদান রাখলেন ৩৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই ফুটবলার। 

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে ফ্লোরিডার ক্লাবটি। ৩টি করে ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন, এরপর যথাক্রমে অবস্থান করছে সিনসিনাতি (৫৫), শার্লট (৫৩) ও ন্যাশভিলে (৫০)। 

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল হাভিয়ের মাশ্চেরানোর দল। ফলে এই জয় তাদের মায়ামির জন্য প্রতিশোধ নেওয়াও।

Read Entire Article