ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমেনি বিদ্রোহীদের
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ) ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনা ঘোষণা করেছে। শনিবার (৩০ আগস্ট) এক শীর্ষ হুতি কমান্ডার জানান, সানায় ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহউই ও কয়েকজন মন্ত্রীর নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তারা ইয়েমেনে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। এর পরপরই মোহাম্মদ মুপ্তাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
হুতি বাহিনীর নৈতিক নির্দেশনা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আল-থাওয়ার বলেন, হামলায় সামরিক নয়, বরং রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা হয়েছে, যা ‘পুরোপুরি যুদ্ধাপরাধ’।
তিনি আরও জানান, নতুন নেতৃত্বে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবে। সম্প্রতি হুতিদের উন্নত ‘প্যালেস্টাইন-২ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপকেও তিনি ‘নতুন ধাপের সূচনা’ বলে উল্লেখ করেন। সূত্র : শাফাক নিউজ
একইসঙ্গে ইসরায়েলে কার্যরত বিদেশি নিরাপত্তা কোম্পানিগুলোকে সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতের হামলা হবে ‘অত্যন্ত সুনির্দিষ্ট ও কঠোর।’