ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালাল ইরান

2 months ago 8

ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টাহামলায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে তেলআবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইরান বলেছে, এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপর দিকে তেলআবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শুরু করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে। কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক।

ইরানে হামলায় অন্তত ২২০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ৭০ জন নারী ও শিশু। অপর দিকে, ইরানে পাল্টা হামলায় ২০ জন মারা গেছে।

এদিকে গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছে অন্তত ৫৫ হাজার ৪৩২ জন ও আহত হয়েছে ১ লাখ ২৮ হাজার ৯২৩ জন। অপর দিকে, ৭ই অক্টোবর হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন প্রাণ হারান ও ২০০ জনকে জিম্মিতে নেওয়া হয়।

তথ্য : আলজাজিরা

Read Entire Article