ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমত আল শারা। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে এখনই সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো আলোচনা নয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, বর্তমান সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো প্রত্যক্ষ আলোচনা চালানোর পরিকল্পনা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম চুক্তিকে নতুনভাবে সক্রিয় করতে চাওয়ার মধ্যেই শারা এ মন্তব্য করেছেন।
ফক্স নিউজের এক সাক্ষাৎকারে শারা বলেন, আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা অন্যান্য দেশের মতো পরিস্থিতি সিরিয়ার নয়। আমাদের ইসরায়েলের সঙ্গে সীমান্ত রয়েছে এবং ১৯৬৭ সাল থেকে ইসরায়েল গোলান মালভূমি দখল করে রেখেছে। এখনই আমরা কোনো প্রত্যক্ষ আলোচনায় যাচ্ছি না। হয়তো মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যতে এমন আলোচনার পথ তৈরি করতে পারেন।
তিনি বলেন, ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমির দখল আরও সম্প্রসারিত করেছে, যা সিরিয়ার জন্য পরিস্থিতিকে আরও জটিল করেছে।
আব্রাহাম অ্যাকর্ডস হলো ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র-সমর্থিত একাধিক শান্তি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েকটি মুসলিম-প্রধান দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি কাজাখস্তান এই চুক্তিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে বাহরাইন, মরক্কো, সুদান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এতে অন্তর্ভুক্ত হয়েছে। সিরিয়া ও সৌদি আরবও একদিন এই স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন ট্রাম্প।

1 hour ago
2









English (US) ·