পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা হয়েছে। দেশটিতে চালানো এ হামলায় এক ডজন লোক নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি অভিযোগ করেন, এ হামলার সঙ্গে ভারত সমর্থিত চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত রয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয় ঘটনা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা এ ঘটনায় আফগানিস্তানের দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে এ যুদ্ধের জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম।
নিজ দপ্তরের এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ভারতকে এ অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে। তবে পাকিস্তানের এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত।
তিনি বলেন, ইসলামাবাদ এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

7 hours ago
3









English (US) ·