ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (১৯ অক্টোবর) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং দণ্ড মওকুফের আবেদন প্রত্যাখ্যানের পর ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড ক্বোম কারাগারে কার্যকর করা হয়েছে। যার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ইরানি কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, তিনি মোসাদের সঙ্গে সহযোগিতা ও গোপন তথ্য অনলাইনে পাঠানোর বিষয়টি স্বীকার করেছিলেন।
এর আগে, চলতি মাসের শুরুতে খুজেস্তান প্রদেশে ছয়জনকে সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং তারও আগে ইসরায়েলের অন্যতম শীর্ষ গুপ্তচর হিসেবে পরিচিত একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল।
এছাড়া, রুজবেহ ভাদি নামের আরেক ব্যক্তিকে সংঘাত চলাকালে নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, চীনের পর বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।
সূত্র: এএফপি
এমএসএম