ইসলামী আন্দোলনের মহাসমাবেশে অংশ নিল যেসব দল

2 months ago 8

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জাতীয় মহাসমাবেশ। এতে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ১৬ দফা দাবিনির্ভর ঘোষণাপত্র পাঠ করেন। যা রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারে পূর্ণ।

সমাবেশে রাজনৈতিক ও ধর্মীয় বিভেদ ভুলে দেশের স্বার্থে এক হওয়ার বার্তা দিয়ে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছেন।

মহাসমাবেশে যেসব দল ও নেতারা উপস্থিত ছিলেন

এনসিপির সদস্য সচিব মুহাম্মদ আখতার হোসাইন, এনসিপি (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, খেলাফত আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্রর সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও।

এএএম/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article