ইসি থেকে এনআইডি সেবা সরালে নির্বাচন হুমকিতে পড়বে বলে দাবি করেছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যাণ এসোসিয়েশন। এ বিষয়ে বুধবারের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে পরদিন মানববন্ধন এমনকি কর্মবিরতি পালনেরও ঘোষণা দেন তারা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এনআইডি ইসি’র অধীনে থাকুক এটাই তার চাওয়া।
The post ইসি থেকে এনআইডি সেবা সরালে নির্বাচন হুমকিতে পড়বে appeared first on চ্যানেল আই অনলাইন.