ইস্ত্রি ছাড়াই পোশাক পরিপাটি করার কৌশল

8 hours ago 6

সকালে অফিস বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার সময় হঠাৎ দেখলেন - শার্টটা কুঁচকে গেছে, আবার হাতের কাছে ইস্ত্রিও নেই। এমন মুহূর্তে অনেকেই বিপাকে পড়ে যান। কিন্তু চিন্তা নেই, কিছু সহজ ঘরোয়া টিপসেই কয়েক মিনিটের মধ্যে শার্টটিকে করে তুলতে পারেন একদম পরিপাটি।

আসুন জেনে নেওয়া যাক ইস্ত্রি ছাড়া ঘরোয়াভাবে পোশাক টানটান করবেন কীভাবে -

ইস্ত্রি ছাড়াই পোশাক পরিপাটি করার কৌশল

১. হেয়ার স্ট্রেটনার দিয়ে
হেয়ার স্ট্রেটনার শুধু চুল সোজা করে না, পোশাকও টানটান করে। এটি জামা, শাড়ি বা অন্য কুঁচকে থাকা পোশাককে সোজা করার জন্য বেশ উপযোগী। বিশেষ করে জামার কলার, হাতা, টাইয়ের মতো ছোট জায়গা সহজেই স্ট্রেটনার দিয়ে ইস্ত্রি করা যায়। তবে সরাসরি এটি ব্যবহার না করাই ভালো। হেয়ার স্ট্রেটনার পোশাকে ব্যবহারের আগে অল্প পানির ছিটিয়ে দিয়ে ভিজিয়ে নিন। এরপর স্ট্রেইটনার দিয়ে চুল টানার মতো কাপড়ে সোজা করে টেনে নিন।

ইস্ত্রি ছাড়াই পোশাক পরিপাটি করার কৌশল

২. হেয়ার ড্রায়ার
জামার কুঁচে অংশে হালকা করে ঠান্ডা পানি ছিটিয়ে দিন এবং হেয়ার ড্রায়ার চালিয়ে দিন। হালকা চাপ দিয়ে ড্রায়ারের বাতাস ব্যবহার করলে জামাটি দ্রুত শুকিয়ে যাবে। রুমাল বা অন্তর্বাস ভিজে কুঁচে থাকলেও এই পদ্ধতি কাজে আসে। পোশাকের কুঁচকানো ভাবও দূর হয় সহজে।

৩. ভেজা তোয়ালে দিয়ে
হাতের কাছে ইস্ত্রি না থাকলে ভেজা তোয়ালে কাজে আসতে পারে। মসৃণ জায়গায় আপনার পোশাকটি রেখে তার ওপর টানটান করে বিছিয়ে দিন ভেজা তোয়ালে। হাত দিয়ে চেপে চেপে সোজা করে নিন। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলেই সব কুঁচকানো ভাব দূর হয়ে যাবে।

ইস্ত্রি ছাড়াই পোশাক পরিপাটি করার কৌশল

৪. ভিনেগার স্প্রে করে
রান্নাঘরের ছোট্ট উপাদান ভিনেগার শুধু খাবার স্বাদে নয়, পোশাককে টানটান করতেও কার্যকর। চার কাপ পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। পোশাকের কুঁচকে থাকা জায়গাগুলোতে এই মিশ্রণটি স্প্রে করুন এবং হাত দিয়ে ঘষে ঘষে টানটান করুন। মিনিটের মধ্যেই পোশাকের ভাঁজ অনেকটাই মিলিয়ে যাবে, জামা বা শার্ট হয়ে উঠবে একদম পরিপাটি।

ইস্ত্রি ছাড়াই পোশাক পরিপাটি করার কৌশল

৫. অ্যালুমিনিয়াম, তামা কিংবা লোহার পাত্র ব্যবহার করে
অ্যালুমিনিয়াম, তামা কিংবা লোহার পাত্র গরম করুন। পাত্রের তলা দিয়ে চেপে চেপে পোশাক ইস্ত্রি করার মতো ভঙ্গিতে ভাঁজের ওপর চালিয়ে নিন। দেখবেন পোশাক ভাঁজ টানটান হয়ে গেছে।

সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস, গুড হাউসকিপিং ও অন্যান্য

আরও পড়ুন
সুতি কাপড় পরার উপকারিতা
প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে কাজল তৈরি করবেন যেভাবে

এসএকেওয়াই/এএমপি/জেআইএম

Read Entire Article