ইয়ারবাড পরিষ্কার করার ৫ সহজ ও কার্যকর উপায়

3 hours ago 3

ইয়ারবাড এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। বাসে-ট্রেনে গান শোনা, ব্যায়াম করা, অনলাইন মিটিং, এমনকি ঘুমানোর সময়েও অনেকে ইয়ারবাড পরে থাকেন। কিন্তু জানেন কি, নিয়মিত পরিষ্কার না করলে এই ইয়ারবাডই হতে পারে কান ইনফেকশনের কারণ, আবার এর শব্দ মানও নষ্ট হয়ে যেতে পারে।

ভালো খবর হলো, বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়েই আপনি সহজে পরিষ্কার রাখতে পারেন আপনার প্রিয় ইয়ারবাড।

চলুন জেনে নিই ৫টি সহজ উপায়—

১. সিলিকন বা ফোম টিপ ধুয়ে নিন

যেসব ইয়ারবাডে আলাদা করে ছোট সিলিকন বা ফোমের কভার থাকে :

- ছোট সিলিকন বা ফোমের কভার খুলে নিন

- হালকা গরম পানিতে সামান্য সাবান মিশিয়ে এতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন

- তারপর আঙুল বা কটন বাড দিয়ে আলতো করে ঘষে ময়লা তুলে ফেলুন

- ভালোভাবে ধুয়ে নরম কাপড়ে মুছে শুকিয়ে নিন

- ফোম কভার বেশ নাজুক, তাই খুব বেশি সময় পানিতে ভিজিয়ে রাখা ঠিক নয়।

২. মেশ স্ক্রিন থেকে জমে থাকা ময়লা সরান

- অনেক সময় ইয়ারবাডের শব্দ কমে যায় শুধু স্ক্রিনে ধুলাবালি জমে থাকার কারণে।

- স্ক্রিনটিকে উল্টে ধরে নরম ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষুন

- যদি ময়লা শক্ত হয়ে থাকে, তাহলে কটন বাডে সামান্য অ্যালকোহল বা ইলেকট্রনিক ক্লিনার নিয়ে পরিষ্কার করুন

- বেশি চাপ দেবেন না, এতে ময়লা আরও ভিতরে ঢুকে যেতে পারে বা স্পিকারের ক্ষতি হতে পারে।

৩. বাইরের খোলস পরিষ্কার রাখুন

- বাইরের অংশে ঘাম, তেল বা পকেটের ধুলা লেগে থাকতে পারে।

- মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন

- জীবাণুমুক্ত করতে চাইলে কাপড়ে হালকা অ্যালকোহল ব্যবহার করতে পারেন

- খেয়াল রাখুন, যেন কোনো তরল ভেতরে না ঢুকে যায়।

৪. চার্জিং কেস পরিষ্কার করুন

- চার্জিং কেস অনেক সময় উপেক্ষিত থাকে, অথচ এটিও পরিষ্কার রাখা জরুরি।

- প্রথমে শুকনো নরম কাপড়ে বাইরের ও ভেতরের অংশ মুছে ফেলুন

- চার্জিং পিন বা কোনায় ময়লা জমলে কটন বাড দিয়ে পরিষ্কার করুন

- হালকা ক্লিনার ব্যবহার করতে পারেন, তবে কেস শুকিয়ে নিন, তারপর ইয়ারবাড রাখুন

৫. পাউচ বা কভার ধুয়ে ফেলুন

আপনার ইয়ারবাডের সঙ্গে যদি কাপড়ের পাউচ বা ছোট কভার দেওয়া থাকে :

- গরম পানিতে সামান্য সাবান মিশিয়ে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন

- তারপর ধুয়ে বাতাসে শুকিয়ে নিন

- এতে করে ধুলাবালি জমবে না এবং ইয়ারবাডও থাকবে নিরাপদ।

ইয়ারবাড শুধু একটি প্রযুক্তি নয়, এটি আমাদের দৈনন্দিন সঙ্গী। সপ্তাহে একবার মাত্র ১০ মিনিট সময় দিলে আপনি পেতে পারেন পরিষ্কার, ঝকঝকে শব্দ আর দীর্ঘস্থায়ী পারফরম্যান্স।

সূত্র : প্রযুক্তি 

Read Entire Article