ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বৃহস্পতিবার আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা।
শুক্রবার ( ২৭ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এটি হুতিদের সবশেষ হামলা।
এর আগে বৃহস্পতিবার হুতিরা জানায়, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদাহ বন্দর এবং তেলের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় দেশটিতে এ হামলা চালানো হয়েছে।
গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে পঞ্চমবারের মতো হামলা চালিয়েছে হুতিরা। এর আগে গত বুধবার ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত ৯ ইসরায়েলি আহত হন। এছাড়া সোমবার ইসরায়েলের জাফা এবং আশকলানে সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে দুটি সামরিক ড্রোন উৎক্ষেপণ করে হুতিরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত এক সপ্তাহে অন্তত পাঁচবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। দেশটি থেকে গত বৃহস্পতিবার, শনিবার ও মঙ্গলবারও হামলা চালানো হয়েছে।