ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে ইসরায়েলের হামলা

3 months ago 51

ইসরায়েলের বিমান বাহিনী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে একাধিক হামলা চালিয়েছে। রবিবার (১২ মে) ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হুতিদের নিয়ন্ত্রিত রাস ইসা, হোদায়দা এবং আস-সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব স্থান থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো হচ্ছিল। খবর শাফাক নিউজের।

হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রায়ি উক্ত এলাকাগুলোর মানুষদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন। তিনি এই বন্দরগুলোকে ‘সক্রিয় হুমকি’ হিসেবে উল্লেখ করেন।

তবে এখনো পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। হুতি পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

এই হামলার পেছনে রয়েছে গত শুক্রবার হুতিদের একটি পাল্টা হামলা। ওই দিন হুতি যোদ্ধারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং তেলআবিবের ইয়াফা এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তার আগে ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্প এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

হুতি গোষ্ঠী দাবি করছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৬১ হাজার ৭০০-র বেশি বেসামরিক মানুষ নিহত ও ১ লাখ ১১ হাজারের বেশি আহত হওয়ায় তারা এই হামলা চালাচ্ছে।

Read Entire Article