ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করল বিআরটিসি

2 months ago 42

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করল ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’। 

বুধবার (০৪ জুন) সকালে রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে এ সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

অনুষ্ঠানে তিনি বলেন, সারা দেশের যাত্রীসেবায় বিআরটিসি সর্বাত্মকভাবে প্রস্তুত। ঈদযাত্রা হোক আনন্দময় ও নিরাপদ-এটাই আমাদের প্রত্যাশা।

বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা জানান, ঈদ স্পেশাল সার্ভিসে এবার সংযোজন করা হয়েছে ৬৩০টি বাস। ঢাকা শহরের গার্মেন্টস কর্মীসহ দেশের নানা প্রান্তের শ্রমজীবী মানুষ যেন নিরাপদে ও স্বল্প খরচে বাড়ি পৌঁছাতে পারেন- সে লক্ষ্যেই এই উদ্যোগ।

তিনি বলেন, ২৬টি স্থান থেকে এই সার্ভিস পরিচালিত হবে। প্রতিটি বাসে চালক ও যানবাহনের বিস্তারিত তথ্যসহ স্টিকার সংযুক্ত করা হয়েছে। চালকদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে অনিয়ম রোধে প্রস্তুত করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউল হক, বিআরটিসি পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি) কর্নেল কাজী আইয়ুব আলী, জিএম, ডিজিএম, অপারেশন বিভাগের কর্মকর্তা ও বাস ডিপোর কর্মীরা।

বিআরটিসির ঈদ সার্ভিসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে ২৪ মে থেকে। সার্ভিস চলবে ১৪ জুন পর্যন্ত। টিকিট সংগ্রহ করা যাবে ঢাকার মতিঝিল, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, জোয়ার সাহারা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টুঙ্গিপাড়া ও সোনাপুরের বাস ডিপো থেকে।

Read Entire Article