ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঢাকাবাসী’ ও ‘ফ্রেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেস’ এর যৌথ আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে একটি মনোজ্ঞ মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ধানমন্ডিস্থ আনাম র্যাংস প্লাজায় অবস্থিত ডাব্লিউ বি জি ফ্যাশন হাউজের প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেক।
আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও মিলনমেলার চেতনায় অনুষ্ঠিত এই মেহেদি উৎসবে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ আয়োজন সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসবের আনন্দকে ছড়িয়ে দেওয়ার একটি অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রবাসী ও দেশীয় জনগণের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাবে ঢাকাবাসী সংগঠন।
ঢাকাবাসীর সভাপতি মো. শুকুর সালেক বলেন, ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও ভালোবাসার উৎসব। প্রবাসে থাকা বাংলাদেশিদের সঙ্গে দেশের মানুষদের একত্রিত করে এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে জীবন্ত রাখে। ঢাকাবাসী সংগঠন সবসময়ই এই ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে ধরে রাখতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আজকের এই মেহেদি উৎসবের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছি, যা এই সময়ের সবচেয়ে প্রয়োজনীয় সামাজিক শক্তি — সম্প্রীতির প্রতিচ্ছবি। এই আয়োজনে যারা অংশ নিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও এমন আয়োজনে আপনাদের সঙ্গে থাকার প্রত্যাশা করছি।
তৌফিক হোসেন/এমআরএম/এএসএম