ঈদুল আজহায় তৌসিফ-কেয়া পায়েলকে নিয়ে ‘চাঁদের হাট-২’

3 months ago 30

২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের হাট’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কিছুদিন। এটি দেখা হয়েছে প্রায় ২ কোটি বার। আসন্ন ঈদুল আজহায় আসছে এর সিক্যুয়েল ‘চাঁদের হাট ২’। 

এবারও চাঁদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। পূর্ণিমা চরিত্রে দেখা যাবে যথারীতি কেয়া পায়েলকে। ‘চাঁদের হাট’ নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন কে এম সোহাগ রানা। ‘চাঁদের হাট ২’ তিনিই লিখেছেন ও পরিচালনা করেছেন। নির্মাতার ভাষ্য, ‘গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার সম্মিলনে দারুণ একটি গল্প থাকছে। হাস্যরসের মোড়কে কিছু বার্তা রয়েছে এতে।’

চাঁদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠু ও পূর্ণিমার মামার ভূমিকায় ফিরছেন ডা. এজাজুল ইসলাম। এতে আরো অভিনয় করেছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ অনেকে। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। চিত্রগ্রহণে আদিত্য মনির।

‘চাঁদের হাট ২’ প্রযোজনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবারের পর্ব নিয়েও তিনি আশাবাদী। তার বিশ্বাস, ‘দর্শকরা একইসঙ্গে আনন্দ ও শিক্ষণীয় কিছু খুঁজে পাবেন এই নাটকে।’

ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আগামী ৭ জুন ঈদের দিন মুক্তি পাবে ‘চাঁদের হাট ২’। নাটকটির আবহ সংগীত তৈরি করেছেন রফিকুল ইসলাম ফরহাদ। রঙ বিন্যাস ও সম্পাদনায় রাশেদ রাব্বি।
 

Read Entire Article