ঈদে আসছে রফিক সাদীর গান ‘টুয়েন্টি ইয়ার্স’ 

3 months ago 16
এ ঈদে শ্রোতাদের জন্য উপহার নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রফিক সাদী। তার লেখা ও সুরে মুক্তি পেতে যাচ্ছে নতুন গান ‘টুয়েন্টি ইয়ার্স’—একটি অনন্ত অপেক্ষার বেদনায় মোড়ানো প্রেমকাহিনি, যা হয়তো এর আগে কোনো গানে বলা হয়নি। গানটি প্রসঙ্গে শিল্পী রফিক সাদী বলেন, ‘যেমন শরৎচন্দ্রের দেবদাস ছিল ১২ বছরের এক নিঃশব্দ ভালোবাসার ডাক, তেমনি এই গানে আমি বলতে চেয়েছি ২০ বছরের এক দীর্ঘ অপেক্ষার গল্প। এটা নিছক একটা গান নয়, একটা সময়ের গল্প, একটা অনুভবের ইতিহাস।’ মূলত কথানির্ভর গানে বিশেষ দক্ষ রফিক সাদী এর আগেও ঈদ ঈদ লাগে, ভালো থেকো, ক্লান্ত পথিক, আমি এবং তুমি, ক্যামেলিয়ার মতো জনপ্রিয় গানে শ্রোতাদের মন জয় করেছেন। তার পোয়েট্রি সংগুলো ইতোমধ্যে অনলাইনে প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে। ‘টুয়েন্টি ইয়ার্স’ গানটির পেছনের গল্প এতটাই গভীর, সুযোগ পেলে এটি নিয়ে সিনেমাও বানাতে চান তিনি। গানটি ঈদ উপলক্ষে প্রকাশিত হবে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে (Rafiq Sadi)।
Read Entire Article