ঈদে পারভীন লিসার ‘দুঃখ বন্দনা’

3 months ago 62

আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে পারভীন লিসার গান ‘দুঃখ বন্দনা’। গানটির গীতিকার ফাহদ হোসেন, সুর করেছেন সৌরভ হালদার এবং সংগীতায়োজন করেছেন তমাল হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন পারভীন লিসার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সৌরভ হালদার।

গানটির মিউজিক ভিডিওর শুটিং শিগগিরই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে। গানটির সংগীতায়োজনের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের কোরবানির ঈদেই শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে গানটি।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী পারভীন লিসা। তিনি বলেন, ‘এবারের গানটি একটু ক্লাসিক্যাল ঘরানার। এর কথা ও সুরে রয়েছে গভীরতা। শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’

লিসা আরও বলেন, ‘ফাহদ হোসেনের কথায় এটি আমার প্রথম কাজ। পাশাপাশি তমাল হাসান অসাধারণ মিউজিক করছেন। সৌরভ গানটিকে চমৎকারভাবে তুলে ধরেছেন গলায়। আমাদের দুজনেরও প্রথম দ্বৈত গান এটি।’

পারভীন লিসার এর আগে আরও ছয়টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ভিন্নধর্মী প্রতিটি গানের মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে নিজের শ্রোতা গড়েছেন। ‘দুঃখ বন্দনা’ তার সংগীত ক্যারিয়ারে নতুন একটি মাত্রা যোগ করবে বলে আশা করছেন এই শিল্পী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষা।

এমআই/এমএমএফ/এএসএম

Read Entire Article