ঈদে রাসেল মিয়ার সিনেমা, বললেন, ‘দর্শক অবাক হয়ে যাবে’

3 months ago 52

‘ভাইয়ারে’ সিনেমাকে ‘পাপ মুক্ত’ ও ‘হালাল সিনেমা’ দাবি করে আলোচনায় উঠে আসা অভিনেতা রাসেল মিয়া। ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা। এর নাম দিয়েছেন তিনি ‘গোয়ার’ । এরই মধ্যে সিনেমাটির পোস্টার অবমুক্ত হয়েছে স্যোসাল মিডিয়াতে।

‘গোয়ার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। তার বিপরীতে অভিনয় করেছেন ‘অঙ্গার’ অভিনেত্রী জলি।

রাসেল মিয়া জাগো নিউজকে বলেন, ‘একটা সুন্দর গল্পের সিনেমা হবে ‘গোয়ার’। এবার ঈদে অনেক বড় বড় সিনেমা আসবে। তার ভিড়ে আমরা প্রেক্ষাগৃহ কম পাব জানি। তবে মুক্তির পরের সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়বে। কারণ আমাদের ছবিটির প্রচার দর্শকই করবে বলে আমার বিশ্বাস।’

ঈদে দর্শক কেন ‘গোয়ার’ দেখতে যাবে প্রেক্ষাগৃহে? এই প্রশ্নে জাগো নিউজকে রাসেল মিয়া বলেন, ‘এই সময় যে রকম গল্প দর্শক দেখতে চান তেমনটাই ‘গোয়ার’। বিশেষ করে ছবিতে মিশা ভাই দুর্দান্ত অভিনয় করেছে। যা আসলে না দেখলে বোঝা যাবে না। দর্শক ঈদে আমার সিনেমাটি দেখে অবাক হয়ে যাবে।’

ঈদে রাসেল মিয়ার সিনেমা, বললেন, ‘দর্শক অবাক হয়ে যাবে’গোয়ার সিনেমার পোস্টার

ভিন্ন প্রচারণায় কথা জানিয়ে জাগো নিউজকে রাসেল মিয়া বলেন, ‘সবাই সাধারনত যেভাবে প্রচারণা শুরু করে আমি তার থেকে ব্যতিক্রমী কিছু আয়োজন রাখব। সবাই চমকে যাবে। একটু অপেক্ষা করুন। খুব শিগগিরই আমাদের টিম সব ঘোষণা দেবে।’

ঈদুল আযহায় ‘গোয়ার’ ছাড়াও মুক্তির তালিকায় রয়েছে ‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘টগর’, ‘ইনসাফ’ ‘উৎসব’ ‘নাদান’ সিনেমাগুলো। এ তালিকায় আরও আছে সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমা দুটি।

এমআই/এলআইএ/জিকেএস

Read Entire Article