ঈদের আগেই ডাকসু নির্বাচনের তপশিল চান ঢাবি শিক্ষার্থীরা

5 months ago 15
ঈদুল আজহার আগেই ডাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ও বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২০ মে) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী নরুল গনি ছগির বলেন, নতুন বাংলাদেশের ৯ মাস পেরিয়ে গেলেও আমাদের এখনো ডাকসু ও নিরাপদ ক্যাম্পাসের জন্য ভিসি চত্বরে দাঁড়াতে হলো। এটা আমাদের জন্য লজ্জার। সম্প্রতি ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা হলো। তার প্রকৃত হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হলো না। যেখানে ছোট কোনো ঘটনাও গোয়েন্দা সংস্থার চোখ এড়ায় না সেখানে একজন শিক্ষার্থী খুন হলো নিজ ক্যাম্পাসের পাশে, এটার কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না প্রশাসনের কাছ থেকে।  তিনি বলেন, ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব এবং নিরাপদ করতে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। অতি দ্রুত ডাকসু নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে এবং সেটা ঈদের আগেই করতে হবে।  আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহাম্মেদ রিফাত বলেন, ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র, সিন্ডিকেট ইত্যাদি সংশোধন নিয়ে নানা টালবাহানা করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা একটা টাইমলাইন দিয়েছিল, সে অনুযায়ী মে মাসের শেষ দিকে তপশিল ঘোষণার কথা ছিল। সেটার বিষয়ে প্রশাসন থেকে কোনো বক্তব্য পাইনি। উল্টো ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) বলছেন- তারা ডাকসু নিয়ে এখন চিন্তিত নন। কিন্তু ডাকসু নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধি দ্বারা ক্যাম্পাসের যাবতীয় সমস্যার সমাধান হতো। তিনি বলেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের বড় ভাই সাম্য হত্যার পরেও প্রশাসন এখনো সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারছে না। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও আমরা তেমন কোনো কার্যকারিতা দেখছি না। ক্যাম্পাসের যাবতীয় সমস্যার সমাধানে হতে পারে একমাত্র নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে।
Read Entire Article