ঈদের ছুটি কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

3 months ago 11

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পরপরই বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক, নীতিগত আলোচনা, ও যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ—সব মিলিয়ে দিনগুলো ছিল টানটান ব্যস্ততায় ভরা। তবে এই কর্মব্যস্ততার মাঝেই এবার ছুটছেন নিজের পরিবারের কাছে, অস্ট্রেলিয়ায়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আজ (মঙ্গলবার) রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি। বুলবুলের স্ত্রী ও সন্তানরা দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ক্রিকেটের টানে বাংলাদেশে ফিরে আসলেও, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে এবার ছুটে যাচ্ছেন তাদের কাছেই।

 

তবে তার এই সফর শুধুমাত্র পারিবারিক উদ্দেশ্যে সীমাবদ্ধ নয়। ঈদের ছুটির পরপরই একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভায় যোগ দেবেন তিনি। জানা গেছে, আইসিসির একটি বার্ষিক সভা রয়েছে ঈদের পরপরই, যেখানে বিসিবির প্রতিনিধিত্ব করবেন বুলবুল। ওই বৈঠক শেষে দেশে ফিরে এসে পূর্ণোদ্যমে কাজ শুরু করবেন বলেও ধারণা করা হচ্ছে।

 

উল্লেখ্য, গেল শুক্রবার বিসিবির সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। ৯০-এর দশকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ হিসেবে মাঠ কাঁপানো এই ক্রিকেটার এখন দেশের ক্রিকেট প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে। দায়িত্বের শুরুতেই তার পরিকল্পনা ও কর্মতৎপরতা ইতিমধ্যে ক্রিকেট অঙ্গনে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

 

এবার দেখা যাক, মাঠের মতো প্রশাসনিক দায়িত্বেও কতটা সফল হতে পারেন 'বুলবুল ভাই'। আপাতত বিসিবি সভাপতির যাত্রা অস্ট্রেলিয়ার পথে—পরিবারের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

Read Entire Article