মাগুরায় বিএনপিতে যোগ দিলেন ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

1 hour ago 3

মাগুরার শালিখায় এক গ্রামের ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দের পাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঙ্গে শপথ পাঠ করে বিএনপিতে যোগদান করেন।

এ সময় বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশে নয়ন বলেন, আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকব। তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। 

তিনি বলেন, পূজার সময় প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের চার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা স্লোগান দেন ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’

Read Entire Article