ঈদের দিন কোথায়, কেমন বৃষ্টি হতে পারে

3 months ago 11

সোমবার (৫ জুন) থেকে বৃষ্টির পরিমাণ কমেছে সারাদেশে। আগামীকাল বুধবার থেকে বৃষ্টি আরও কমে যেতে পারে। এদিকে, আগামী সপ্তাহে শনিবার (৭ জুন) উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে। ফলে এখন দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত একদম কমে যাওয়ার সম্ভাবনা নেই।

তবে আজ মঙ্গলবার আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাসের বিজ্ঞপ্তির পঞ্চম দিন অর্থাৎ ৭ জুন এর পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (৩ জুন) আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, ৩ দিন আগে ছাড়া বৃষ্টির বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। তবে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। অন্যান্য অঞ্চলে হয়তো কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, বুধবার আবহাওয়া অফিস থেকে ঈদের দিনের বিষয়ে বিজ্ঞপ্তি আসতে পারে।

আরএএস/এসএনআর/এমএস

Read Entire Article