ঈদের পঞ্চম দিনেও প্রাণবন্ত হাতিরঝিল

2 months ago 29

ঈদের পঞ্চম দিনেও প্রাণবন্ত রাজধানীর হাতিরঝিল। ঈদের ছুটির শেষ সময়ে এসেও ঢাকার অন্যতম এই বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন হাতিরঝিল।

বুধবার (১১ জুন) বিকেলে সরেজমিনে হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিকেল ৪টা থেকে ভিড় বাড়ে হাতিরঝিলে। হাতিরঝিলের সেতুগুলোতে তরুণদের আড্ডা, নৌকাভ্রমণসহ বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন দর্শনার্থীরা। অনেকেই শিশুসন্তান নিয়ে এসেছেন। কেউ কেউ আবার এসেছেন ছবি তুলতে বা কেবল প্রকৃতির মাঝে কিছুটা প্রশান্তি খুঁজে পেতে।

ঈদের পঞ্চম দিনেও প্রাণবন্ত হাতিরঝিল

মিরপুর থেকে আসা দর্শনার্থী আরেফিন ইমন বলেন, ঈদের ছুটিতে কোথাও যাইনি। আজ দুই বন্ধুর সঙ্গে ভাবলাম হাতিরঝিল আসি। এখানে বাতাসটা ভীষণ ভালো লাগছে। নৌকাভ্রমণ করলাম, ছবি তুললাম।

আরও পড়ুন

মোহাম্মদপুর থেকে এসেছেন মোহাম্মদ আবরার। তিনি জাগো নিউজকে বলেন, ঈদের পর এখনো ঢাকা ফাঁকা। রাস্তায় যানজট না থাকায় লোকাল বাসেই এসেছি। আমার কাজিনরাও এসেছি।

ঈদের পঞ্চম দিনেও প্রাণবন্ত হাতিরঝিল

হাতিরঝিলের ভাসমান বিক্রেতারা জানান, গত দুদিনের চেয়ে আজ দর্শনার্থী কিছুটা বেড়েছে। মানুষ গ্রাম থেকে এখনো আসেনি। তাই বেচাবিক্রি কিছুটা কম।

মধুবাগ পয়েন্টে কথা হয় পানি ও বাদাম বিক্রেতা আহসান উল্লাহর সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, গরমের কারণে মানুষ কম আসছে। সন্ধ্যার পর ভিড় বাড়বে হয়তো। গত দুদিন বেচাকেনা কম হয়েছে। আজ থেকে বাড়বে আশা করি।

আরএএস/বিএ/এমএস

Read Entire Article