‌‘উইকেটের কালো রঙ দেখে মনে হয়েছিল টিভির কালার নষ্ট হয়ে গেছে’

13 hours ago 9

শেরে বাংলার পিচের কালো রং আর এর আচরণ নিয়ে কথা বার্তা চলছেই। যদিও এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কেউই সেভাবে উইকেট তীর্যক কথা বলেননি। তবে আজ মঙ্গলবার রাতে উইকেট নিয়ে ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন এমন এক মন্তব্য করেছেন, যা শুনে যে কেউ না হেসে পারবেন না।

খেলা শেষে তার কাছে প্রশ্ন ছিল, প্রথম ম্যাচের উইকেট দেখে আপনার কি মনে হয়েছিল? আকিল হোসেনের উত্তর, `বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু টিভিতে খেলা দেখতে বসে উইকেটের এমন রঙ দেখে টিভিই বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমার মনে হচ্ছিল উইকেটের এমন রঙ হতে পারে না। আমার টিভির কালার মনে হয় নষ্ট হয়ে গেছে। মানে আমি বিশ্বাসই করতে পারিনি যে উইকেটের রঙ এমন হতে পারে।‘

সাংবাদিকদের সাথে আলাপে আকিল জানালেন, তিনি সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকায় এসে পা রেখেছেন। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে চেকইন করতে লেগে যায় ভোর ৪টা।

কিন্তু এ দীর্ঘ বিমান ভ্রমণ তার পারফরমেন্সে এতটুকু বাঁধা হয়নি। তারপর অল্প সময় বিশ্রাম নিয়ে মাঠে নেমে প্রথমে বল হাতে ১০ ওভারে ৪১ রানে ২ উইকেট শিকার। তারপর অধিনায়ক শাই হোপের সাথে ৩৬ রানের জুটিতে ১৭ বলে ১৬ রান করে দলকে প্রায় হারা ম্যাচে ফিরিয়ে আনেন আকিল।

আর সুপার ওভারে বোলিং করতে এসে ১০ রানকে ডিফেন্ড করে ওয়েষ্ট ইন্ডিজকে ১ রানের জয় এনে দিয়ে জয়ের রূপকার হন আকিল।

কিভাবে সম্ভব হলো? জবাবে এর কারণ হিসেবে জানালেন, তার ক্যারিয়ারে সুপার ওভারে এমন ঘটনা আরও আছে। ইংলান্ডের দ্য হান্ড্রেডেও শেষ ওভারে দল জিতানোর রেকর্ড আছে তার।

কিন্তু এত কিছুর পরও ভাবলেশহীন আকিল। বললেন, `হ্যা লং জার্নি ছিল। তবে দলকে সার্ভিস দেয়াই আমার কাজ। আমি সাধ্যমত চেষ্টা করেছি। ‘

উইকেট নিয়ে সরাসরি কোন তীর্যক সমালোচনা করেননি। বলেছেন, `আমি এনজয় করছি। লাভলি ম্যাচ হয়েছে। প্রতিদ্বন্দ্বীতায় ঠাসা এক ম্যাচ।‘

এআরবি/আইএইচএস

Read Entire Article