উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার

3 hours ago 4

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বন থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উখিয়া রেঞ্জের সদর বিটের জুমছড়ি এলাকায় হাতিটির মরদেহ পাওয়া যায়।

বন বিভাগ জানায়, মৃত হাতিটি পুরুষ জাতের এশিয়ান প্রজাতির এবং আনুমানিক ৩৫ বছর বয়সী। ময়নাতদন্ত শেষে সেটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম কালবেলাকে জানান, হাতিটির মুখ দিয়ে রক্ত বমি হয়েছিল এবং চলার পথে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত রক্তের দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই হাতিটি মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Read Entire Article