উচ্ছ্বসিত কিয়ারা

1 month ago 6
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথমবারের মতো বলিউড অভিনেতা হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আয়ান মুখার্জির পরিচালনায় ‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সে নাম লেখাচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির সব ধরনের শুটিং সম্পন্ন হয়েছে। যে উপলক্ষে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি পার্টি রাখা হয়। পার্টিতে কিয়ারা  উপস্থিত না থাকলেও হৃতিকের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করে এই নায়িকা লিখেছেন, ‘আমরা দুজনেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এত বড় আয়োজনে এর আগে কোনো সিনেমায় অভিনয় করা হয়নি। তাই কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত। এ ছাড়া হৃতিক স্যারের মতো একজন অভিনেতার সঙ্গে পর্দা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য নির্মাতা ও তার কাছে কৃতজ্ঞতা। সিনেমাটি নির্মাণে অসাধারণ একটি টিম কাজ করেছে। সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে।’ কিয়ারা আদভানি ও হৃত্বিক রোশান ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআরসহ অনেকে। তবে সিনেমাটিতে কিয়ারা কী চরিত্রে অভিনয় করবেন এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ‘ওয়ার ২’ মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট। এ সিনেমা ছাড়াও কিয়ারার হাতে আছে বিগ বাজেটের কন্নাড় অ্যাকশন ফিল্ম ‘টক্সিক’। যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কেজিএফ খ্যাত অভিনেতা ইয়াশ। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গীতু মোহানদাস এই ছবিটি পরিচালনা করছেন। এ চলচ্চিত্রটি গোয়ার মাদক চক্রের ওপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কিয়ারাকে প্রথমবারের মতো ইয়াশের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এ সিনেমার শুটিং ২০২৪ সালের গ্রীষ্মে শুরু হয়। সিনেমাটিতে ইয়াশ ও কিয়ারার পাশাপাশি নয়নতারা, ড্যারেল ডি সিলভাসহ আরও অনেকে অভিনয় করেন। এটিও এ বছর মুক্তির তালিকায় রয়েছে।  
Read Entire Article