উপাচার্য, প্রক্টরের পদত্যাগ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

5 days ago 10
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস। এতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও চবির উপাচার্য, প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ‘উপাচার্য হায় হায়, নিরাপত্তার খবর নাই’, ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রশাসন গদি ছাড়’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন নিয়োগ করে’, ‘বাহ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’, ‘আহতদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবিলম্বে করতে হবে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দুদিন ধরে যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, এতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিলে আমাদের এত শিক্ষার্থী আহত হতো না। ঘটনার পেছনে প্রশাসনের কতিপয় ব্যক্তির ইন্ধন এবং বিশেষ গোষ্ঠীর এজেন্ডা আছে। তাই এই ব্যর্থ প্রশাসনের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, যেসব সন্ত্রাসী আমাদের ভাইদের কুপিয়েছে, বর্বরোচিতভাবে আহত করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনি শাস্তি নিশ্চিত করতে হবে। শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং সংঘর্ষে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা এ প্রশাসনের পদত্যাগ চাই। এটি তাদের দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত বলেও জানান তিনি। তিনি বলেন, আমাদের শিক্ষার্থী ভাইদের ওপর নিষ্ঠুরভাবে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। কিন্তু ঘটনার তিনদিন হয়ে গেলেও চবি প্রশাসনের এখনো কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি। 
Read Entire Article