উল্টে গেল সাংবাদিকদের বহনকারী বাস

3 months ago 59

সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। বাসটিতে ৩৫ জন সাংবাদিক ছিলেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১৮ মে) বিকেলে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কভার করার জন্য তারা সাতক্ষীরায় যান। আজ ফিরে আসছিলেন তারা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে যায়। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে।

Read Entire Article