উৎপাদনে ফিরছে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র

2 months ago 30

কয়লা সংকটের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও রোববার (১ ডিসেম্বর) থেকে উৎপাদনে যাচ্ছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে কয়লার অভাবে এর উৎপাদন বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী জাহাজ ‘ডেকল্যান ডাফ’ নামের একটি জাহাজ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে এসে ভিড়েছে।

প্রকল্পের প্রধান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রকৌশলী সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছু মেন্টেইনেন্সের কাজ চলছে আর কয়লা সংকট এ দুটি কারণে ৩১ অক্টোবর থেকে উৎপাদন বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার জানান, জাহাজটি ৭০ হাজার টন কয়লা নিয়ে এসেছে। কয়লা সংকটের কারণে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২টি ইউনিট দ্রুত চালু করা সম্ভব হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের দুটি কেন্দ্র ২০২৩ সালের জুলাই ও ডিসেম্বরে দুদফায় চালু হয়। কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে আনা হয় ২২ লাখ ৫ হাজার টন কয়লা। চুক্তি অনুযায়ী সুমিতমো করপোরেশন কয়লার সর্বশেষ সরবরাহ দেয় বিগত আগস্টের মাঝামাঝি সময়ে। তাদের সরবরাহ করা কয়লা গত সপ্তাহে শেষ হয়ে যায়। 

নিয়ম অনুযায়ী সুমিতমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই কোল পাওয়ার জেনারেশন কোম্পানি দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার কথা থাকলেও শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে কয়লা কেনা আটকে যায়। পরে তা আদালত পর্যন্ত গড়ায়।

Read Entire Article