এই মুহূর্তে দরকার অর্থবহ সংলাপ : জামায়াত আমির

2 months ago 30

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইতোমধ্যে নির্বাহী পরিষদের সভা করেছি। আলোচনা করে উপসংহারে উপনীত হয়েছি , সংঘাত এবং কাঁদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ সংলাপ।

শনিবার (২৪ মে) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সংলাপের ব্যবস্থা বর্তমান সরকারকে করে দিতে হবে। সমস্যা যত বড় হোক, আমরা বিশ্বাস করি যে, আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব।

দেশের সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, দেশের সাম্প্রতিক ঘটনাবলি সকলকে বিচলিত করেছে। আমরা বিচলিত না হলেও দায়িত্বশীল সংগঠন হিসেবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছি। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। তারমধ্যে নির্বাহী পরিষদের সভা করে সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় সভা ডাকার জন্য। আমরা আশা করি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতে দেখেছি এমন পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে ডায়ালাগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

Read Entire Article