বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব।
তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কালবেলাকে বলেন, পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতে ইসলামীর ৩০টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নই আসে না।
জানতে চাইলে যুক্তরাষ্ট্রের নিইউয়র্ক থেকে মির্জা ফখরুল কালবেলাকে বলেন, ‘এই সময়’ কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কথা হয়েছে, কিন্ত এ ধরনের কোনো কথাই আমি বলিনি।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।