এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারত আসছেন না রোনালদো!
ভারতের ফুটবলপ্রেমীদের স্বপ্ন ছিল পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে তাদের দেশের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোনালদোর আল নাসরের প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া। সেই ম্যাচ খেলতে দলের সঙ্গে ভারত আসবেন কি না তারকা ফুটবলার, তা নিয়েই কৌতূহল ছিল সবার। তবে ভারতের একাধিক গণমাধ্যমের খবর, এএফসির ম্যাচ খেলতে দলের সঙ্গে ভারত আসছেন না রোনালদো।
এফসি গোয়ার এক কর্মকর্তা জানান, রোনালদোকে যদি ভারতের ম্যাচে খেলানোর ইচ্ছে থাকত কোচের তাহলে সৌদি লিগে র্যাংকিংয়ের তলানির দিকে থাকা দলের বিপক্ষে পুরো ৯০ মিনিট তাকে খেলাত না।
সেই কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালের হয়ে খেলেছেন রোনালদো। এরপর লিসবন থেকে রিয়াদে ফিরে শনিবার সৌদি প্রো লিগে আল ফাতেহের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। মাত্র তিন দিন পর (২৫ অক্টোবর) আরেকটি লিগ ম্যাচ থাকায় এফসি গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য রোনালদোর ভারতগামী ফ্লাইটে ওঠার সম্ভাবনা খুবই কম।’
তিনি আরও যোগ করেন, ‘যদি আল নাসর ও কোচ রোনালদোকে গোয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলানোর পরিকল্পনা করতেন, তাহলে ফুটবলীয় যুক্তি অনুযায়ী রোনালদোকে অবনমন তালিকায় থাকা আল ফাতেহের বিপক্ষে কিছুটা বিশ্রাম দিতেন।’
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতায় গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামেননি। তিনি ঘরের মাঠে এফসি ইস্তিকলল ম্যাচ খেলেননি। এমনকি ইরাকে আল জাওরার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও দলের সঙ্গে যাননি তারকা এই ফুটবলার। আল নাসর এখন পর্যন্ত শতভাগ জয় নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। অন্যদিকে এফসি গোয়াকে হারিয়ে আল জাওরা ও এফসি ইস্তিকলল সমান তিন পয়েন্ট নিয়ে পরবর্তী দুটি স্থানে রয়েছে। তলানিতে রয়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া।

3 weeks ago
25









English (US) ·