এক টাকার প্রতীকী মূল্যে গাইবান্ধার ২৫০ স্বল্প আয়ের পরিবার পেয়েছে ঈদ উদযাপনের খাদ্যসামগ্রী। নিম্ন আয়ের মানুষের জন্য টানা পঞ্চমবারের মতো এ আয়োজন করা হয়।
শনিবার (২৯ মার্চ) বিকেলে গাইবান্ধার স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই এক টাকার বাজার কর্মসূচির আয়োজন করে ‘আমাদের গাইবান্ধা’ নামে একটি সংগঠন।
বাজারটি উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
কাউন্টারে মাত্র এক টাকা দিলেই হাতে তুলে দেওয়া হচ্ছে ব্যাগ। বিতরণ কেন্দ্রে স্লিপ জমা দিলেই প্রতিটি পরিবারকে দেওয়া হয় মুরগি, আলু, বাঁধাকপি, বেগুন, চাল, সয়াবিন তেল, ডাল, সুজি, চিনি, নুডলস, সেমাই, গুড়া দুধ, লবণ, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, লেবুসহ ১৮ ধরনের সামগ্রী।
আয়োজকরা জানান, পরিবারগুলো যেন কোনো ধরনের হীনম্মন্যতায় না ভোগে, তাই এক টাকা গ্রহণ করা হয়। মূলত ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই বাজার বসানো হয়েছে। আয়োজকরা ঈদুল আজহা এবং দুর্গা পূজাতেও এই বাজারের আয়োজন করবেন বলে জানান।