সেলুনের আড়ালে মাদক ব্যবসা করতেন সুনীল

1 day ago 13

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউপির শিকদারের বাজার থেকে সুনীল চন্দ্র (৩৮) নামে এক মাদক ব্যবসায়িকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

ঈদের রাতে সোমবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। 

আটক সুনীল চন্দ্র মেহেন্দিপুর গ্রামের সুদীস কর্মকারের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, বাজারে সেলুনের আড়ালে দীর্ঘদিন থেকে ইয়াবা ও গাজার ব্যবসা করে আসছিলেন সুনীল চন্দ্র। সোমবার সন্ধ্যার দিকে দুই স্কুল ছাত্রের কাছে গাজা ও ইয়াবা বিক্রির সময় রনী ও কাওছার সিকদারসহ স্থানীয় কয়েকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ তাকে থানায় নিয়ে যায়।

ওই সময় তার সঙ্গে মাদক ব্যবসায় জড়িত একই এলাকার ফয়সাল দর্জি ও রবিউল সিকদার নামে দুই সহযোগী সাপ্লাইয়ারের নাম প্রকাশ করে সুনীল।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন কালবেলাকে জানান, সুনীল চন্দ্রের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

Read Entire Article