পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউপির শিকদারের বাজার থেকে সুনীল চন্দ্র (৩৮) নামে এক মাদক ব্যবসায়িকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
ঈদের রাতে সোমবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
আটক সুনীল চন্দ্র মেহেন্দিপুর গ্রামের সুদীস কর্মকারের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, বাজারে সেলুনের আড়ালে দীর্ঘদিন থেকে ইয়াবা ও গাজার ব্যবসা করে আসছিলেন সুনীল চন্দ্র। সোমবার সন্ধ্যার দিকে দুই স্কুল ছাত্রের কাছে গাজা ও ইয়াবা বিক্রির সময় রনী ও কাওছার সিকদারসহ স্থানীয় কয়েকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ তাকে থানায় নিয়ে যায়।
ওই সময় তার সঙ্গে মাদক ব্যবসায় জড়িত একই এলাকার ফয়সাল দর্জি ও রবিউল সিকদার নামে দুই সহযোগী সাপ্লাইয়ারের নাম প্রকাশ করে সুনীল।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন কালবেলাকে জানান, সুনীল চন্দ্রের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।