এক মাস ধরে নিখোঁজ ৭০ বছরের বৃদ্ধা, দুশ্চিন্তায় পরিবার

2 months ago 32

প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন ঢাকার জুরাইনের বাসিন্দা সাজেদা বেগম (৭০) নামের এক বৃদ্ধা। এতে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তার পরিবারের। এ বিষয়ে নিখোঁজের পরদিন গত ২৭ এপ্রিল কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ বৃদ্ধার ছোট মেয়ে নাসরিন আক্তার।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল বিকাল ৩টার দিকে সাজেদা বেগম জুরাইন বাগানবাড়ি এলাকা থেকে হারিয়ে যান। তার গায়ের রং শ্যামবর্ণের, তিনি মধ্যম উচ্চতার, মুখমণ্ডল গোলাকৃতি, রুগ্ণ শরীর গড়নের। তিনি গত প্রায় ৩-৪ বছর মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। হারিয়ে যাওয়ার সময় তিনি কালো-হলুদ রঙের মেক্সি পরিহিত ছিলেন। 

ঘটনার দিন দুপুরে নিখোঁজ বৃদ্ধা ঢাকার জুরাইনের বাগানবাড়ি এলাকায় তার এক মেয়ের বাড়িতে ছিলেন। দুপুরে পরিবারের সদস্যরা বিশ্ৰাম নিচ্ছিলেন, ওই সময় তিনি দরজা খুলে বের হয়ে যান। এরপর বহু খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন তার ছোট মেয়ে।

সম্প্রতি শনিরআখড়ার পলাশপুরে নিখোঁজ সাজেদা বেগমকে একা ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা এক রিকশাওয়ালার মাধ্যমে তাকে কদমতলী থানায় পাঠান। পরে নিখোঁজের খবর জানতে পেরে নীল ওড়না এবং কালো-হলুদ কম্বিনেশনের মেক্সি পরা বৃদ্ধার একটি ছবিসহ বিষয়টি বৃদ্ধার পরিবারকে জানান স্থানীয় এক দোকানদার।  

শুক্রবার (২৩ মে) নিখোঁজ বৃদ্ধার নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নূর আফজাল তালুকদার বলেন, নানির নিখোঁজের খবরটি জানতে পেরে এক মুদি দোকানদার রিকশায় বসা নানির একটি ছবি আমাকে পাঠান এবং রিকশাওয়ালার মাধ্যমে নাকি তাকে কদমতলী থানায় পাঠানো হয়েছে বলে জানান। কিন্তু তৎক্ষণাৎ থানায় গিয়ে আমরা তাকে পাইনি। রিকশাওয়ালা আদৌ থানায় গিয়েছিলেন, নাকি থানার সামনে তাকে রেখেই চলে গেছেন- কিছুই জানা যাচ্ছে না।

তিনি আরও বলেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার নানির খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে ০১৮৬৯০৪৮৭৭৬ ও ০১৯৯১০৭৭২১৯ মোবাইল নম্বরে জানাবেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা রাজধানীর কদমতলী থানার এসআই আব্দুল আউয়াল কালবেলাকে জানান, আমরা এখনো খোঁজাখুঁজি করছি। খোঁজ পেলে পরিবারকে জানানো হবে।

Read Entire Article